রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বড়লেখায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ আওয়ামী লীগ  দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন শাখার বর্ধিত কর্মী সভা, ও জাতির পুাি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন করছে এ উপলক্ষে দোয়া মাহফিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। 

তিনি বলেন, বিএনপি জামাত  আন্দোলনে ব্যর্থ তাই স্বাধীনতা বিরোধী দলগুলো বিভিন্ন ষড়যন্ত্রের পথে নাশকতার পথে এগুতে পারে তাই সকলকে সতর্ক থাকতে হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে তৃণমূল আ.লীগ ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাড়াতে  হবে। নৌকার জন্য ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। 

গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল উচচ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী ফয়জুর রহমানের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শহীদ খান ও নাজমুল ইসলামের যৌথ সঞ্চালনায়, অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন, বড়লেখা আ.লীগের যুগ্ম  সাধারণ সম্পাদক  বিবেকানন্দ দাস নান্টুসহ আ.লীগ, যুবলীগ, ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

টিএইচ